
স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বে একটাই আলোচনা, জাতীয় দল থেকে লিওনেল মেসির অবসর। কোপা আমেরিকার ফাইনালে হেরে মেসির এমন সিদ্ধান্ত মেনে নিতে পারছে না কেউই। এমনকি আর্জেন্টিনার প্রেসিডেন্টও মেসিকে অনুরোধ করলেন, যেন মত বদলান লিও এবং সাদা-আকাশি জার্সিতে ফিরে আসেন।
এরই মধ্যে মেসির সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছেন প্রেসিডেন্ট মারিসিও মাকরি। দলে মেসির থাকার গুরুত্ব বুঝিয়ে তাকে ফেরানোর চেষ্টা করেছেন।
প্রেসিডেন্টের মুখপাত্র এ প্রসঙ্গে এএফপিকে বলেছেন, ‘মাকরি মেসিকে ডেকেছিলেন। মেসিকে নিয়ে তিনি কতটুকু গর্বিত তা জানিয়েছেন। শুধু তাই নয়, সমালোচকদের কথায় কান না দিতে পরামর্শ দিয়েছেন।’
মেসিকে সমর্থন দিতে নিজের টুইটার একাউন্টে মেসির কথাও লিখেছেন মাকরি। তিনি সেখানে আশাবাদ প্রকাশ করেছেন, ‘আমি আশা করবো
সোমবার চিলির বিপক্ষে কোপার ফাইনাল ম্যাচে পেনাল্টিতে ৪-২ গোলে হারে আর্জেন্টিনা। মেসি নিজেও তার পেনাল্টি মিস করেন। আগের আসরেও এই চিলির কাছেই হেরেছে মেসির দল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সবাইকে অবাক করে দিয়ে অবসরের ঘোষণা দিয়ে বসেন। তার সঙ্গে সঙ্গে মাশেরানো এবং অ্যাগুয়েরোও অবসরের ঘোষণা দেন।
