
প্রকৃতি আমাদের দিয়েছে অপার সৌন্দর্য্য। সেই সৌন্দর্য্যকে দু’হাত ভরে গ্রহণ করছি আমরা। কখনো তার সাথে যোগ করছি রোমাঞ্চকর সব কাজ। শান্ত সমূদ্রে আমরা নেমে পড়ছি ডাইভিং করতে, গভীরে গিয়ে উপভোগ করছি মেরিন লাইফ। কখনো পর্বতের উপর থেকে করছি বাঞ্জি জাম্পিং। কখনো প্যারা গ্লাইডিং করে আকাশে ভেসে ভেসে দেখতে চাইছি সমূদ্র-পাহাড়।
মানুষের ধর্মই এই। সে সংযোজন করে যেতে থাকে। যা আছে তাইও নিয়ে মানুষ সন্তুষ্ট হয় না। জীবনের ঝুঁকি নিয়ে হলেও সে তার স্বপ্নকে নিয়ে আসে বাস্তবে।
আকাশে ভেসে বেড়ানো, পানির নিচে সাঁতারের স্বপ্ন যেমন মানুষ দেখেছে তেমনি দেখেছে পানির উপরে হেঁটে বেড়ানোর স্বপ্ন। আমাদের অনেক রূপকথা, পূরাণে পরীরা হেঁটে আসে পানির উপর দিয়ে। এমন অনেক কাহিনী প্রচলিত আছে। মানুষ তার কল্পনায় বারবার চ্যালেঞ্জ করেছে তার এই অক্ষমতাকে। আর অবশেষে নিজের মত করে পথ খুঁজে নিয়েছে ঠিকই।
হ্যাঁ, এখন আপনি হেঁটে বেড়াতে পারবেন পানির উপর। শুয়ে থাকতে পারবেন, বসে গল্প করতে পারবেন। অবিশ্বাস্য হলেও সত্যি, উত্তর ইতালীতে, আইসেও হ্রদের উপরে তৈরি করা হয়েছে এমনই একটা পথ। ভাসমান এই পথ ৫.৫ কিলোমিটার লম্বা এবং একটি চমৎকার একটি গ্রাম আর দুটি দ্বীপকে সংযুক্ত করেছে।
ভাসমান এই পথে হাঁটার অনুভূতি অনন্য। এ পথ যেন আপনাকে পৌঁছে দেবে স্বর্গে। গ্রামটি এবং দ্বীপ দুইটি ইতালির সবচেয়ে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য্যের অন্যতম ভান্ডার। সব মিলিয়ে এটি একটি অসাধারণ ভ্রমণ প্যাকেজ, যা সারা জীবন মনে রাখার মত অভিজ্ঞতা দেবে আপনাকে।
অনন্য এই পথটি নকশা করেছেন শিল্পী খৃষ্ট ইয়াভাসেভ এবং Jeanne-Claude Denat de Guillebon। তাদের মাথায় এই আইডিয়া আসে ১৯৭০ সালে। সেটিকে বাস্তবায়ন করার পথ দীর্ঘ হলেও আজ তা সফল এবং দেশী-বিদেশী অনেক পর্যটক এখন আসেন শুধু এই অনন্য অভিজ্ঞতা গ্রহণ করতে।
