
ঢাকা: নারায়াণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় ভোট শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়।
কোথাও কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। দীর্ঘদিন পর দেশের কোথাও এমন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হলো। দুই প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীরও নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। এখন চলছে ভোট গণনা।সকালে সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের আদর্শ স্কুল কেন্দ্রে ভোট দেন বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খান। ভোট দিয়ে সাংবাদিকদের তিনি বলেন, এখন পর্যন্ত ভেতরের পরিবেশ ভালো। আশা করছি শেষ অবধি এই পরিবেশ বজায় থাকবে। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হবে। প্রশাসন নিরপেক্ষ থেকে শেষ পর্যন্ত ভোট অনুষ্ঠান করবে আমার বিশ্বাস। তাই প্রথম প্রহরে এসে ভোট দিলাম।
সকালে ভোট দিয়ে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী বলেন, সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। জনতার রায় মানতে প্রস্তুত আছি। সকাল সাড়ে ৯টায় নারায়নগঞ্জের ১৬ নম্বর ওয়ার্ডের শিশুবাগ স্কুল কেন্দ্রে ভোট দেন তিনি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইভী আরো বলেন, সকাল থেকে অত্যন্ত সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। আশা করি বিকাল পর্যন্ত এই সুন্দর পরিবেশ বজায় থাকবে। এভাবে চলতে থাকলে নৌকার বিজয় হবে, জনতার বিজয় হবে।
এদিকে বেলা পৌনে ৩টায় বার একাডেমি কেন্দ্রে ভোট দিয়ে স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান জানিয়েছেন নৌকার জয়ের বিষয়ে তিনি আশাবাদী। এ কেন্দ্রে নৌকায় ভোট দিয়ে সবাইকে ব্যালট দেখান তিনি। এতে আচরণ বিধি লঙ্ঘন হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, নেতাকর্মীদের চাঙা করতে তিনি এমনটা করেছেন।
