
নিউইয়র্ক : বিজয় দিবসে যুক্তরাষ্ট্র বিএনপির সমাবেশে বর্তমান সরকার বিএনপিকে ‘নিশ্চিহ্ন’ করার চেষ্টা করছে বলে দাবি করেছেন বক্তারা।
পাশাপাশি সমাবেশে বক্তারা জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থিত জিয়ার কবর সরানোর প্রক্রিয়া থেকে সরকারকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
গত ১৮ ডিসেম্বর রবিবার নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে হাটবাজার মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্র বিএনপির বিলুপ্ত কমিটির অন্যতম যুগ্ম সম্পাদক ও তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারপারসন আকতার হোসেন বাদল সমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশ পরিচালনা করেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদ।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে জাতীয় নির্বাচন দেওয়া হলে আওয়ামী লীগ দশ আসনেও জয়ী হতে পারবে না। এ কারণে তারা বিএনপিকে নিশ্চিহ্ন করার বহুমুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।”
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির প্রধান উপদেষ্টা জসীমউদ্দিন ও মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী মন্ডল।
যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি না থাকায় সৃষ্ট অচলাবস্থার প্রতি ইঙ্গিত করে আকতার হোসেন বাদল বলেন, “আমরা নেতা হবার জন্যে বিএনপি করি না। আমরা শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করতে চাই বেগম জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে। তবে দলীয় কর্মকাণ্ড সুশৃঙ্খলভাবে এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি এমন ব্যক্তিদের নেতৃত্বে গঠিত হওয়া উচিত যাদের ত্যাগ রয়েছে সংগঠনের জন্যে।”
বিএনপির আন্তর্জাতিক ইমেজ সমুন্নত রাখতে যারা মার্কিন কংগ্রেসে তৎপর,তাদের সমন্বয়েই নতুন কমিটি হবে বলে আশা প্রকাশ করেন আকতার হোসেন বাদল।- বিজ্ঞপ্তি
