
কোপেনহাগেন: বাংলাদেশ দূতাবাস ডেনমার্ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৯৭ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে মাননীয় রাষ্ট্রপ্রতি , প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী এর বাণী পাঠ করে শোনান দূতাবাসের হেড অব চ্যান্সারি শাকিল শাহরিয়ার। মাননীয় রাষ্ট্রদূত এম মুহিত বলেন , বঙ্গবন্ধুর ব্যক্তিত্বে সাহসিকতা ও আত্মবিশ্বাস এর অসম্ভব সমন্বয় ছিল। একজন নেতা তার দেশের মানুষকে মর্যাদাপূর্ণ অথমপরিচয়ের আলোকে কি অপরিসীম সাহসিকতার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারেন তার উজ্জ্বল দৃষ্টান্ত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুব জামান আলিম ,মাহবুবুল হক , স ডেনমার্ক আওয়ামী লীগ এর সভাপতি ইকবাল হোসেন মিঠু , সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া , মাহবুবুর রহমান ,খোকন মজুমদার , জাহিদ চৌধুরী , মোহাম্মদ শহীদ ,কণ্ঠশিল্পী সাইয়ীদ জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে। পরে শিশুদের নিয়ে মাননীয় রাষ্ট্রদূত জাতির জনক এর কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি করেন।
