
আর্ন্তজাতিক ডেস্ক: ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একজন সন্ত্রাসী হিসেবে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় ১৭ ফিলিস্তিনি নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে এ ধরনের মন্তব্য করলেন এরদোগান।
টেলিভিশনে দেওয়া এক ভাষণে নেতানিয়াহুর উদ্দেশে এরদোগান বলেন, ‘আপনি একজন দখলদার। একজন দখলদার হিসেবেই আপনি ওই ভূমিতে অবস্থান করছেন। আপনি একজন সন্ত্রাসী।’
তিনি বলেন, ‘ফিলিস্তিনিদের নিপীড়নের কারণে আপনি(নেতানিয়াহু)ইতিহাসের অংশ হয়ে থাকবেন। আমরা কখনোই তা ভুলব না।দখলদারদের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ডে আমাদের কোনো অনুশোচনা থাকবে না।’
প্রসঙ্গত, শুক্রবার গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিক্ষোভে গুলি চালিয়ে ইসরাইলি সেনাবাহিনী ১৭ নিরপরাধ ফিলিস্তিনিকে হত্যা করে। এতে অন্তত দেড় হাজার বিক্ষোভকারী আহত হন।
সূত্র: এএফপি
