
আর্ন্তজাতিক ডেস্ক: কংগ্রেসে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট হোরাসিও কার্তেস। চলতি বছরের আগস্টে তার মেয়াদ পূর্ণ হওয়ার কথা। এর আগেই তিনি নেজের থেকেই পদত্যাগপত্র জমা দিলেন।
এখন কংগ্রেস চাইলেই সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ৬৮ বছর বয়সি আলিসিয়া পুচেটাকে সেই দায়িত্ব দিতে পারেন। সম্প্রতি এই নারী ভাইস প্রেসিডেন্ট হয়েছেন। তিনি প্রেসিডেন্ট হলে সেটা হবে সে দেশের নারীদের জন্য ইতিহাস।
সোমবার এক টুইট বার্তায় কার্তেস লেখেন, আমি প্যারাগুয়ের প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। প্যারাগুয়ে দীর্ঘজীবী হোক।
প্যরাগুয়ের সংবিধান অনুসারে, সে দেশের সাবেক প্রেসিডেন্টরা সারাজীবনের জন্য সিনেটের সদস্য হয়ে যান। তবে তারা মতামত দিতে পারলেও কাউকে ভোট দিতে পারেন না।
