
আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায় দাবানলে অন্তত দু’জনের মৃত্যু হয়েছে। জানা গেছে, তারা দু’জনেই দমকল বাহিনীর সদস্য। তাদের একজন ফায়ার ইন্সপেক্টর এবং আরেকজন বুলডোজার অপারেটর।
দাবানলের কারণে বাড়ি-ঘর ছেড়ে যেতে হয়েছে অন্তত ৩৭ হাজার বাসিন্দাকে। দমকল বাহিনীর কর্মকর্তারা জানান, সাস্তা কাউন্টিতে দাবানলের পাশাপাশি ঝড়ো হাওয়ার কারণে পরিস্থিতি আগুন ঝড়ে রূপ নিয়েছে।
জানা গেছে, গাছপালা উপড়ে পড়ে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে এবং রাস্তায় বাতাসের তোড়ে বহু গাড়ি উল্টে গেছে। এমনকি ওই এলাকার বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্তত পাঁচশ স্থাপনা ধ্বংস হয়ে গেছে। দমকল বাহিনীর কর্মকর্তাদের শঙ্কা, যে কোনো সময় কয়েকশ বাড়িঘরে আগুন ধরে যেতে পারে। ইতোমধ্যে দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে ৪৮ হাজার একর এলাকা।
