
বিনোদন ডেস্ক: শর্মিলা ঠাকুর, কারিনা কাপুর খান এবং কারিশমা কাপুরের সঙ্গে একটা দারুণ সন্ধ্যা কাটালেন শাহরুখ খান এবং সেই মুহূর্তের ছবি শেয়ার করলেন নিজের ইনস্টা-ফ্যামের সঙ্গে। পোস্টের ক্যাপশনে বলিউডের কিং খান লেখেন, ‘সুন্দরী রমণীদের সঙ্গে দারুণ সন্ধ্যা কাটালাম’।
বুধবার একটা বিজ্ঞাপনের শুটিং-এর সেট থেকে ছবিগুলো শেয়ার করেন শাহরুখ। ছবিতে কারিনা এবং কারিশমাকে সোনালি গাউন, শর্মিলা ঠাকুরকে সোনালি শাড়ি এবং শাহরুখ খানকে কালো স্যুট পরে থাকতে দেখা যাচ্ছে।
শাহরুখ খান ইনস্টাগ্রামে ছবিটা পোস্ট করার এক ঘণ্টার মধ্যে প্রায় চার লাখের বেশি মানুষ ছবিটিতে লাইক দেয়।
শুধুমাত্র শাহরুখ খান একাই নান, কারিশমা কাপুরও তাঁর অনুরাগীদের সঙ্গে শুটিং-এর মুহূর্ত ভাগ করে নিয়েছেন। তিনি হ্যাশট্যাগ #ফ্যামিলিটাইস যোগ করে ছবির ক্যাপশনে লেখেন, বিশেষ কিছু আসতে চলেছে।
সূত্র : ডিএনএ
